যারা সংবিধান মানে না, তাদের বাংলাদেশি দাবি করা ঠিক না : আইনমন্ত্রী

Looks like you've blocked notifications!
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘যারা সংবিধান মানে না, তাদের বাংলাদেশি নাগরিক দাবি করা আমার মনে হয় ঠিক না।’

আজ শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী। 

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বিএনপিনেতারা অনেক কিছুই বলবে। আওয়ামী লীগ সংবিধান মেনে চলে। কারণ লাখো শহীদের রক্তে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু এই সংবিধান দিয়েছেন। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভুইয়া জবীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।