রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামীকাল রোববার (১৬ জুলাই) সারা দেশে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রম ১৬ জুলাই থেকে ঢাকা মহানগরীসহ সারা দেশে শুরু হবে। টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে চালও কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।
টিসিবির মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা কমানো হয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে। সয়াবিন তেল, চিনি ও ডালের সঙ্গে পাঁচ কেজি ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল কিনতে পারবেন। কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।
আগামীকাল রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ‘খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী, চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে চাল যুক্ত হচ্ছে।’