এ কেমন শত্রুতা!

Looks like you've blocked notifications!
শেরপুরের শ্রীবরদীতে বিষ প্রয়োগের পর মাছ মরে ভেসে ওঠেছে। ছবি : এনটিভি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি মাছের ঘেরে বিষ মিশিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ জুলাই) গভীর রাতের এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে ঘেরমালিক। এ ঘটনায় ঘেরমালিক কাইয়ুম মিয়া আজ দুপুরে শ্রীবরদী থানায় একটি অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাইয়ুম মিয়া জানান, ঘেরের পাশে বসবাসরত ফকির আলী, আবু সায়েম, আলতাফ হোসেনসহ কয়েকজনের সঙ্গে হাঁস পালন নিয়ে তার একটা দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তিনি। তার ধারণা, এ নিয়ে শত্রুতার জেরেই তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। 

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ‘বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আমাদের তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেব।’