সুপারভাইজার চালাচ্ছিলেন বাস, খাদে পড়ে আহত ১০

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসটি উদ্ধার করা হচ্ছে। ছবি : এনটিভি

চালককে বিশ্রামে পাঠিয়ে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসটি। এতে আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার (১৬ জুলাই) বিকেলে রংপুর থেকে ছেড়ে আসা রংপুর-সাতক্ষীরা (শ্যামনগর) রুটের বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার বাপ্পী। এসময় চালক তরিকুল ইসলাম বিশ্রাম নিচ্ছিলেন। সাতক্ষীরায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে ও একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী অক্ষত আছেন। ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।