একই এলাকায় প্রকল্প বাস্তবায়নে দ্বৈততা পরিহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
একই এলাকায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দ্বৈততা পরিহার করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওভার লেপিং হলে অপচয়ের সম্ভাবনা থাকে। এটা পরিহার করতে হবে। একই নামে যেন আর কোনো নতুন প্রকল্প না নেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
আজ মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভার কার্যবিবরণীসহ প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন মন্ত্রী।
এম এ মান্নান বলেন, ‘আমাদের দেশে নানা ধরনের শাকসবজি ও ফলমূল হচ্ছে। এসব সংরক্ষণে বিশেষায়িত সংরক্ষণাগার প্রয়োজন। প্রধানমন্ত্রী দেশে একটি বিশেষায়িত হিমাগার নির্মাণে উদ্যোগ নিতে কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ ছাড়া বিদেশের মতো ফল শুকিয়ে বাজারজাত করার নির্দেশ দিয়েছেন।’
নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় রেট শিডিউল সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। এম এ মান্নান বলেন, ‘আমাদের দেশে ডলারের দাম বাড়ায় এর দাম সমন্বয় করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রী আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘উপকূলীয় এলাকায় যে কোনো প্রকল্প বাস্তবায়ন করার আগে তা ভালোভাবে যাচাইবাচাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, সেখানে কাদামাটির বিষয় আছে। সেই সঙ্গে শত শত চ্যানেল আছে। অনেক জীব বসবাস করে। তাই ওইসব এলাকায় কাজ করার আগে বারবার ভাবতে হবে।’