গোপালগঞ্জে একটি ইটভাটা উচ্ছেদ, দুটিকে জরিমানা

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি ইটভাটাকে উচ্ছেদ ও দুটিকে জরিমানা করেছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযানে একটি ইটভাটা উচ্ছেদ ও দুটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের কেকানিয়া গ্রামের ওই তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

উচ্ছেদকৃত ইটভাটাটি হলো মেসার্স লালপরি ব্রিকস। এছাড়া মেসার্স এসআরআরবি ব্রিকস এবং এমআরবি ব্রিকসকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্র্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, কেকানিয়া গ্রামের তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজ না থাকায়েএকটি ভাটাকে উচ্ছেদ করা হয়। কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার অপরাধে অপর দুটি ভাটাকে চার লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ, ফায়ার-সার্ভিস, আনসার ব্যাটালিয়ান ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।