একদফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে জড়ো হন। এখান থেকেই যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করছে দলটির নেতা-কর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
এছাড়া সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এ ছাড়া আজ বুধবার যুগপৎ আন্দোলন শরিক দলগুলো নিজ নিজ দল ও সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করবে।
গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টায়, ১২ দলীয় জোট বিকেল ৪টায় কমলাপুর স্টেডিয়াম থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ৩টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে, এলডিপি দুপুর ৩টায় কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে, লেবার পার্টি পুরানা পল্টন কস্তুরী গলি থেকে বেলা ১১টায়, বাংলাদেশ সাধারণ ছাত্র গণ-অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় শাহবাগ থেকে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় পদযাত্রা করবে।
এদিকে আজ বুধবার দুপুর ২টায় রংপুর বিভাগের দিনাজপুর জেলার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠ থেকে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খুলনা দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা যোগ দেবেন। চট্টগ্রাম মহানগর দলীয় অফিসের সামনে থেকে পদযাত্রায় যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রথম দিন ঢাকা মহানগরীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপিসহ সরকারবিরোধীরা।