সাতক্ষীরায় স্কুলছাত্রী সুজ্যোতি হত্যায় প্রেমিকের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা হোসেন সেজুঁতি হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কথিক প্রেমিক মো. আব্দুর রহমান। ছবি : এনটিভি

সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা হোসেন সুজ্যোতি (১৩) হত্যার ঘটনায় কথিক প্রেমিক মো. আব্দুর রহমানকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মো. আব্দুল আলিম আল রাজি এই রায় দেন। সাতক্ষীরা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের আলতাফ বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা হোসেন সুজ্যোতির সাথে আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার পর থেকে সে নিখোঁজ হয়। এর পরদিন ২৮ মার্চ সকাল ৭টায় পার্শ্ববর্তী একটি জমির ড্রেন থেকে সুজ্যোতির গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুজ্যোতির মা মোছা. লাইলী পারভিন(৪৬) কলারোয়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৭ দিন পর ২০২২ সালের ৩ মার্চ রোববার কথিত প্রেমিক আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রেমের সম্পর্কের অবনতির কারণে সুজ্যোতিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করে।

মামলাটিতে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর তা যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।