বিএনপির আট শতাধিক নেতাকর্মীর নামে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৫

Looks like you've blocked notifications!
খাগড়াছড়িতে গ্রেপ্তার  ১৫ ব্যক্তিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, রক্তাক্ত জখম করার অভিযোগে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৭০০ জনের নামে পুলিশ মামলা করেছে।

আজ বুধবার (১৯ জুলাই) সকালে  সদর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা প্রমুখ।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং বিএনপির পদযাত্রা ঘিরে গতকাল মঙ্গলবার সকালে উভয় দলের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পৌরসভা কার্যালয়ের বিভিন্ন দপ্তরে প্রবেশ করে ভাঙচুর ও ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে পুলিশের ওপর হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন আহত হন। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয় দলের ৫০ জনের মতো আহত হয়। পুলিশ এই ঘটনায় এ পর্যন্ত ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এই বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আসামিদে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।