টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে স্বদেশ সরকার (২৫) নামে এক যুবক পাওনা টাকা চাওয়ায় তাকে মারধরের ঘটনা ঘটে। এরপর টিকটক ভিডিওতে প্রশাসনের কাছে বিচার চেয়ে ভিডিওটি পোস্ট দেন। এরপর গতকাল বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
স্বদেশ সরকার পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। পুলিশ খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বদেশ সরকার পোয়াইল গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখকে (২৪) ১৫০ টাকা ধার দেন। গত সোমবার বিকেল ৪টার দিকে বাবুর বাজারে সেই পাওনা টাকা চান। তখন ক্ষিপ্ত হয়ে বাজারের ভেতর নুর ইসলামের দোকানের সামনে তাকে মারধর করেন রিয়াজ।
পরে স্বদেশ সরকার টিকটক ভিডিওতে প্রশাসনের কাছে বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেন। ওই ঘটনার সূত্র ধরে গতকাল রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত দেড়টার দিকে তাঁর বাবা বাড়িতে এসে ছেলেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দেখেন ছেলের মরদেহ রশিতে ঝুলছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, স্বদেশ রিয়াজের কাছে ১৫০ টাকা পাবেন এমন দাবি করে টিকটকে কয়েকদিন আগে একটি ভিডিওটি পোস্ট দেন। কী কারণে মারা তিনি মারা গেছেন তার সার্বিক তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।