বিএনপির সঙ্গে এনডিএমের বৈঠক শুরু
বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে ববি হাজ্জাজ নেতৃত্বাধীন পার্টি এনডিএম। আজ শুক্রবার (২১ জুলাই) লিয়াঁজো কমিটির এ বৈঠক গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫ টায় শুরু হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত রয়েছেন।
এ ছাড়া এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, যুগ্ম মহাসচিব মমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজিম উপস্থিত আছেন।