বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ

Looks like you've blocked notifications!
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের দখল নিয়ে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর পুলিশের উপস্থিতি। ছবি : এনটিভি

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের দখল নিয়ে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

মহানগর শ্রমিক লীগ ঘোষিত কমিটিতে পদ না পাওয়ায় প্রথমে সড়ক অবরোধ করে শ্রমিক লীগের একাংশের নেতারা। এ সময় কিছুক্ষণ বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে বাস চলাচল শুরু হয়। এরপর শ্রমিক ইউনিয়নের বিভাজন নিয়ে টার্মিনালে প্রবেশ করে শ্রমিক ইউনিয়নের একাংশ। এ সময় তাদের ওপর হামলা চালান মালিক সমিতির নেতারা। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে আবারও বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল।

এ সময় হামলাকারী মালিক সমিতির নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়ে তাদের মারধর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে থাকার পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।