সুনামগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পশ্চিম পাশে খালের মধ্যে পড়ে রায়হান আহমদ (২) নামের এক শিশু মারা যায়। রায়হান আহসানমারা এলাকার বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহসানমারা সেতু এলাকার বাসিন্দা বাহার উদ্দিনের শিশু ছেলে রায়হান আহমদ খেলারছলে পানিতে পাড়ে যায়। পরে পরিবারের লোকজন ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে আহসানমারা সেতুর পশ্চিম পাশের খালে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার রায়হানকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের বাড়ির সাঁকো থেকে পড়ে সাইদুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সাঁকো থেকে পড়ে তার মৃত্যু হয়।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোছা. রুকিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী জানান, রোববার সকালে পানিতে পড়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিকেলে কারও মৃত্যুর খবর পাইনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি।