স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণে ডব্লিউএফপির সঙ্গে বাংলাদেশের চুক্তি

Looks like you've blocked notifications!
ইউএনবিতে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফিডিং কর্মসূচি সম্প্রসারণ ও উন্নত করতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকার ২০১০ সালে স্কুল ফিডিং কর্মসূচি চালু করে এবং বর্তমানে ১০৪টি উপজেলার ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৩ লাখ শিক্ষার্থী বিনামূল্যে খাবার পাচ্ছে।

নতুন চুক্তির আওতায় স্কুল ফিডিং কর্মসূচিতে ১৫০টিরও বেশি উপজেলায় সম্প্রসারিত করা হবে, যার ফলে বিনামূল্যে খাবার পাবে এমন শিক্ষার্থীর সংখ্যা ৩৭ লাখে উন্নীত হবে। এ ছাড়া ফর্টিফাইড বিস্কুটের পরিবর্তে ফল, দুধ, রুটি, ডিমসহ অন্যান্য পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে।

মোমেন বলেন, ‘ফিডিং কর্মসূচির কারণে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার সাত দশমিক পাঁচ শতাংশ এবং ভর্তির হার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

এ ছাড়া সোমবার এক অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল মিলস কোয়ালিশনের ৮৫তম সদস্য হয়েছে।

এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।