টাকার অবমূল্যায়ন হয়েছে  ২০ থেকে ২৫ শতাংশ : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

দেশের মুদ্রা টাকার অবমূল্যায়ন ২০ থেকে ২৫ শতাংশ হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘অন্য দেশের তুলনায় দেশে পণ্যের দাম ধীরগতিতে কমছে।বিদেশ থেকে আমদানি করা পণ্যের খরচ ও দেশের টাকার অবমূল্যায়নের বিষয়টি হিসাব-নিকাশ করে পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে।’

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘আমাদের দেশে সয়াবিন তেল, চিনি, ডাল আমদানি করা হয়। বিশ্ববাজারে তেলের দাম কমার সঙ্গে ট্যারিফ কমিশন দেশেও তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। তবে, সেটি বাজারে বাস্তবায়ন হতে হয়তো সময় লাগছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কখনও কখনও সুযোগ নেয়। ভোক্তা অধিকার ও অন্যান্য সরকারি সংস্থা বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এখানে আমাদের মাঝে কোনো দুর্বলতা নেই।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। আমরা পাঁচ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। সরকার সাধারণ মানুষের প্রতি যথেষ্ট সংবেদনশীল।’