সাতক্ষীরায় এক কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় জব্দ হওয়া স্বর্ণসহ গ্রেপ্তার চোরাকারবারি মো. রবিউল ইসলাম। ছবি : এনটিভি

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক কেজি স্বর্ণসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে ভোমরা বন্দরের ফলমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চোরাকারবারির নাম মো. রবিউল ইসলাম (৫৫)। তিনি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে ভোমরা বন্দরের ফলমোড় এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় একটি মোটরচালিত ভ্যানকে চ্যালেঞ্জ করে চালক মো. রবিউল ইসলামের দেহতল্লাশি চালানো হয়। চালকের শরীরে কৌশলে লুকিয়ে রাখা মোট এক কেজি ১৩৭ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দ করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৯৬ লাখ এক হাজার ৭৬৬ টাকা। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে চালান দেওয়া হয়েছে। এছাড়া, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।