পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জে মহাসড়কে পুলিশের তল্লাশি

Looks like you've blocked notifications!
রাজধানীতে আজ শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি করছে। ছবি : এনটিভি

রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাসে পুলিশ ব্যাপক তল্লাশি করছে। আজ শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর, মদনপুর, মেঘনা ঘাট ও সাইনবোর্ড এলাকাসহ ঢাকামুখী প্রবেশপথে প্রত্যেকটি জায়গায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাখা হয়েছে পুলিশের জল কামান ও সাঁজোয়া যান।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, ঢাকায় বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের জানমালে নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। মহাসড়ক ও ঢাকার প্রবেশ মুখে প্রতিটি চেকপোস্টে পুলিশ অবস্থান নিয়েছে।