জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

Looks like you've blocked notifications!
নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে আত্মহত্যা করা শিক্ষার্থী মোমো। ছবি : পরিবার থেকে পাওয়া

নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় মোমো (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার জৈতদৈবকী গ্রামের আলীর মেয়ে নিজের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্র জানায়, চলতি বছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোমো। তার আত্মবিশ্বাস ছিল জিপিএ ৫ পাবে। আজ প্রকাশিত ফলাফলে দেখা যায় সে জিপিএ ৩.৮০ পেয়েছে। এরপর থেকে বিরামহীন কান্না শুরু করে সে। কান্নাকাটির একপর্যায়ে নিজের ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোমোকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় আত্মহত্যা করেছে মেয়েটি। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।