খাগড়াছড়িতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হাতির আক্রমণে মাহুতের মৃত্যু হয়েছে।ছবি : এনটিভি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্য ধনপাতা এলাকায় হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে। নিহত মাহুত রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকার বাসিন্দা মো. মামুন (৫০)।

জানা যায়, গতকাল শুক্রবার (২৮ জুলাই) উপজেলার বাবুছড়া ইউপির মধ্য ধনপাতা ছংলাপাড়া থেকে কাজ শেষে ফেরার পথে সঙ্গে থাকা অন্য মাহুতের হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়।

বাবুছড়া পুলিশ ফাঁড়ির পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে আজ শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।’

জানা গেছে, ২০০১ সাল থেকে কাপ্তাই উপজেলার বেংছড়ি মুসলিমপাড়া এলাকায় নিজাম উদ্দিনের দুটি হাতির মধ্যে একটি হাতির মাহুতের দায়িত্ব পালন করে আসছিলেন নিহত মো. মামুন। আক্রমণকারী হাতিটি অন্যজন মাহুত পরিচালনা করে আসছিলেন। বাবুছড়ার এলাকার প্রত্যন্ত এলাকায় হাতির মাধ্যমে কাঠ পরিবহণের কাজ করানো হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, হাতির আক্রমণে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।