নয় খাল থেকে সহস্রাধিক মেট্রিক টন বর্জ্য অপসারণ

Looks like you've blocked notifications!
দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে খালের বর্জ্য অপসারণ করা হয়। ছবি : ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নয়টি খাল থেকে সহস্রাধিক মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গত তিন দিনে এই বর্জ্য অপসারণ করা হয়। আজ রোববার (৩০ জুলাই) এই তথ্য জানায় ডিএসসিসি।

ডিএসসিসি বলছে,  গত ২৭ জুলাই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। চলে গতকাল ২৯ জুলাই পর্যন্ত। এই তিন দিনে নয়টি খাল থেকে এক হাজার ১৭ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। 

গত ২৭ জুলাই হতে করপোরেশনের আওতাধীন কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল হতে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর হতে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার হতে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, জিয়া সরণি খাল এবং সুখনগর-নন্দীপাড়া-ত্রমোহনী (জিরানি) খালে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।

প্রতিদিন গড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় এক হাজার ১৩০ জন পরিচ্ছন্নকর্মী এই কার্যক্রমে অংশ নেন।