ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ায় কোটালীপাড়ায় আহত ৩

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার জেরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা। ছবি : এনটিভি

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তিন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বয়স উত্তীর্ণদের দিয়ে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে এবং বাতিলের দাবিতে গত শনিবার গভীর রাত থেকে বিক্ষোভ শুরু করে পদ বঞ্চিতরা। গতকাল ১০টার দিকে তারা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে রাস্তা থেকে সরে আওয়ামী লীগ  কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ  শুরু করে। 

অপর দিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পৌরসভার সামনে ও বিভিন্ন জায়গায় তাঁদের অনুসারীদের নিয়ে  অবস্থান নেয়। এতে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটক্ষেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্র লীগের সাবেক উপক্রীড়াবিষয়ক সম্পাদক ইয়াদুল নিজামী বলেন, ‘গত ২৯ জুলাই শনিবার গভীর রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার একক স্বাক্ষরে  স্বপন তালুকদারকে সভাপতি ও শামিম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। তারই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসচি পালন করছিলাম। সেখানে হঠাৎ করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায় এবং আওয়ামী লীগ কার্যালয়ের গ্লাস ভাঙচুর করে।’ 

কোটালীপাড়ার সরকারি শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ অভিযোগ করে বলেন, ‘জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামির হামজার স্বাক্ষর ছাড়াই জেলা ছাত্রলীগের সভাপতির একক স্বাক্ষরে ৩৬ বছর বয়সী মো. স্বপন তালুকদারকে সভাপতি ও ৩৩ বছর বয়সী শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি। ছাত্রলীগের গঠনতন্ত্রে বয়স নির্ধারণ করা হয়েছে ৩১ বছর। বয়স উত্তীর্ণদের দিয়ে নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।’

নতুন কমিটির সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আন্দোলনে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা নিজেরাই আওয়ামী লীগ কার্যালয়ের গ্লাস ভেঙে আমদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, ‘করোনার কারণে সঠিক সময়ে কোটালীপাড়া উপজেলার ছাত্রলীগের সম্মেলন হয়নি। সে কারণেই হাই কমান্ডের নির্দেশে বয়সের বিষয়টি শিথিল করা হয়েছে। আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোপালগঞ্জে না থাকায় সবার পরমর্শে শুধু আমার স্বাক্ষর দিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে।’