নয়াপল্টনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

Looks like you've blocked notifications!
বিএনপির লোগো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে আগামী শুক্রবার (৪ আগস্ট) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। ওই দিন দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ। 

রায় ঘোষণার পর আজ বুধবার (২ আগস্ট) বিকেলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, ‘ফরমায়েশি রায়ের প্রতিবাদে আগামী শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।’

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আজ তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের দণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এ ছাড়া তারেক রহমানকে তিন কোটি ও তাঁর স্ত্রী জুবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।