বিচার বিভাগ প্রমাণ করেছে তারা স্বাধীন না : অলি আহমদ

Looks like you've blocked notifications!
এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। ফাইল ছবি

জ্ঞাত বহির্ভূত আয়ের অভিযোগে দুটি ধারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি জরিমানাও করা হয়েছে এই দম্পতিকে। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগ যে স্বাধীন নয় তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

আজ বুধবার (২ আগস্ট) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

কর্নেল অলি বলেন, ‘তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদাকে সাজা দেওয়াটা দেশে বিরোধীদল শূন্য করার অপপ্রয়াস। এই রায়ের ফলে বিচার বিভাগ প্রমাণ করেছে, তারা স্বাধীন না। বর্তমান সরকার আদালতকে তার কাজ সঠিকভাবে করতে দিচ্ছে না। তাদের প্রভাবিত করা হচ্ছে।’

এই রায়কে ফরমায়েশি উল্লেখ করে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘এই রায় জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। জিয়া পরিবারকে বিনাশ এবং তারেক রহমানের জনপ্রিয়তা ও উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তাকে সাজা দেওয়া হয়েছে।’

বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বলেন, ‘২০০৭ সালে ওয়ান ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা হয়েছিল। তারা ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নেয়। তবে, বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে যে মামলাটি দিয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও কাল্পনিক অভিযোগে করা।’