জাতির পিতার সমাধিতে এসএমই ফাউন্ডেশনের শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ছবি : এনটিভি

শোকাবহ আগস্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ ‍শুক্রবার (৪ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মো. মাসুদুর রহমান।

এরপর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও অন্যান্যরা। পরে পবিত্র ফাতেহা পাঠ করা হয় এবং ১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাতে প্রাণ হারানো বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্যও প্রার্থনা করা হয়।

পরে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মো. মাসুদুর রহমান বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে সই করেন।

এ সময় জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নুরুল গনি শোভন, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ, মহাপরিচালক আনোয়ার হোসাইন চৌধুরী, পরিচালক মো. রাশেদুল করিম মুন্না, শাহেদুল ইসলাম, স্বর্ণলতা রায়, শামীম আহমেদ, মানতাশা আহমেদ, জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের পরিচালক মো. মামুন রশিদ, গোপালগঞ্জ জেলা জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের সহসভাপতি তাজিয়া খাতুন, সদস্য অনিমা রানী সরকার ও তাহেরা ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।