স্বর্ণের দুল ছিনিয়ে নিতে শিশু হত্যা, ছিনতাইকারী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ফাতেমাকে হত্যার ঘটনায় নজরুল ইসলাম নামে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিতেই সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ফাতেমাকে (৫) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত নজরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহজাদপুর থানায় আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে মো. কামরুজ্জামান। তাঁর বাড়ি উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নজরুল ইসলাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। চার-পাঁচ বছর আগে গ্রামে চলে আসেন। এরপর তাঁর সুনির্দিষ্ট পেশা না থাকায় দেনাগ্রস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় প্রতিবেশী শিশু ফাতেমার কানের স্বর্ণের দুল দেখে তা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩১ জুলাই সকালে শিশু ফাতেমাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের আখক্ষেতে যান। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এরপর নজরুল ফাতেমাকে ভয় দেখি তাঁর কানের স্বর্ণের দুল খুলে নেন। এ সময় ফাতেমা চিৎকার দিলে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যান। গত ২ আগস্ট দুপুরে স্থানীয় ডলি বেগম ক্ষেতের ভেতরে ফাতেমার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ফাতেমার মা নূরজাহান খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সেই মামলার সূত্রধরে গতকাল বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার ইসলামপুর ডায়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নিহত ফাতেমার কানের এক আনার স্বর্ণের দুল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ফাতেমাকে হত্যার কথা স্বীকার করেছেন।