মুন্সীগঞ্জে ট্রলারডুবি, আরেক শিশুর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের লৌহজংয়ের তালতলা-ডহরী খালে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর টিমের উদ্ধার অভিযান। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের লৌহজংয়ের তালতলা-ডহরী খালে বালুবাহীবাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় মাহিদ (৫)  নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল নয় জনে। 

আজ সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে ভাসমান অবস্থায় এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে আজ ওই দুর্ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হলো। স্বজনরা দাবি করেছেন, এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু। 

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা ভাটিতে আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়। স্বজনদের দাবি অনুযায়ী এখনও আরেক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই শিশুর সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর টিম।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আরও এক নিখোঁজ শিশুর সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারীদল।

গত শনিবার রাত ৮টার দিকে জেলার লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় তালতলা-ডহরী খালে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী  নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলার। পরে ৩৬ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর ওই রাতেই সাত জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর টিম। এরপর আজ সকালে এক শিশুর এবং বিকেলে আরেক শিশুর মরদেহ উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু।