চট্টগ্রামে বন্যার পানিতে ভেসে ছাত্রের মৃত্যু, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম জুনায়েদুল ইসলাম জারিফ (২২)। নিহত জারিফ ওই এলাকার জুলফিকার আলি ভোট্টুর ছেলে। সে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র।
আজ মঙ্গলবার (৮ অগাস্ট) বিকেলে আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাড়ির পাশে বিলের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সোমবার রাত দুটার দিকে বাড়িতে বন্যার পানির স্রোতে ভেসে যায় জারিফ।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, গত রাতে নিখোঁজ হওয়ার পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আজ বিকেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের বিলে পানি নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘একজনের লাশ উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’