চন্দনাইশে দাদা-নাতি, সাতকানিয়ায় শিশু ও যুবকের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়ায় বন্যার পানিতে ভেসে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ মিলেছে। এর মধ্যে চন্দনাইশে নিখোঁজ হওয়ার একদিন পর দাদা ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। একইদিনে লোহাগাড়ায় বানের পানির স্রোতে নিখোঁজ যুবক ও নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ সাতকানিয়া থেকে উদ্ধার হয়েছে। 

আজ বুধবার (৯ আগস্ট) জেলার আলাদা আলাদা স্থান ও ভিন্ন সময়ে এসব মরদেহ উদ্ধার করা হয়।

চন্দনাইশে উদ্ধার হওয়ারা হলেন, বাঁশখালীর আবু সৈয়দ (৮১) ও তার নাতি আনিস (১২)। তারা চন্দনাইশে ভাড়া বাসায় থাকতেন। এদের মধ্যে দাদার মরদেহ চকরিয়ার পাটালিপুল এবং নাতির মরদেহ দোহাজারি থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি বাঁশখালী যাওয়ার সময় প্রবল স্রোতের পানিতে ভেসে যায় তারা দুজন। অনেক খোঁজাখুঁজি করেও ওই সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এদিকে, গত মঙ্গলবার সকালে দক্ষিণ চরতী এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ থাকা চারজনের মধ্যে এক শিশুর মরদেহ দুরদুরী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, লোহাগাড়ায় বানের স্রোতে ভেসে যাওয়া সাকিব নামের এক যুবকের মরদেহ সাতকানিয়া থেকে উদ্ধার করা হয়।