টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/10/ddhaakaa-jelaa-aaoyyaamii-liig.jpg)
শোকের মাসের দশম দিনের কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্টে তাঁর পরিবারের নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহীর কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্যসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।