ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/11/phenii.jpg)
বন্যায় ফুলগাজীর ভাঙন স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে গতকাল বৃহস্পতিবার পারাপার হন স্থানীয়রা। ছবি : ফোকাস বাংলা
টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র।
জানা গেছে, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও প্রান্তিক কৃষকেরা। ইতোমধ্যে বন্যায় ঘর-বাড়ি, ফসলি জমিসহ অনেক গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে। চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন স্থানীয়রা।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘পাহাড়ি ঢলে দুই উপজেলার অন্তত ৮১৫ হেক্টর আমনের জমি, ২০ হেক্টর সবজিক্ষেত পানির নিচে তলিয়ে আছে। বাঁধ ভাঙায় পানিতে ৩৭৫টি পুকুরের ৪৯ মেট্রিক টন মাছ ভেসে গেছে। তবে, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান রয়েছে।’