ফরিদপুরে ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

Looks like you've blocked notifications!
ভোক্তা অধিদপ্তর আজ শনিবার ফরিদপুর সদর উপজেলার বাইপাস এলাকায় ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযান চালায়। ছবি : এনটিভি

দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ ডিমের দাম বেড়ে যাওয়ায় ফরিদপুর ভোক্তা অধিদপ্তর অভিযান শুরু করেছে। আজ শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় মো. সোহেল শেখ জানান, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আরতগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে অ্যাডভান্সড পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারদর তদারকি করা হয়েছে।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।