ডিমের দামে ঊর্ধ্বগতি, আসতে পারে আমদানির সিদ্ধান্ত

Looks like you've blocked notifications!
ডিম। ফাইল ছবি

দেশে ডিমের দাম বেড়েই চলছে। ডিমের দামে লাগাম টানতে খুব শিগগির আসতে পারে আমদানির সিদ্ধান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এমনটা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, তারা অপেক্ষায় রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সবুজ সংকেতের। এদিকে, ওই মন্ত্রণালয় থেকে ডিমের দাম নির্ধারণ করে দিলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান চালিয়ে দাম নিয়ন্ত্রণ করা হবে।

আজ রোববার (১৩ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে টিসিবি কার্ডধারীদের কাছে আগস্ট মাসের চালসহ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় চাইলেই ডিম আমদানি করতে পারবে না। সেক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। তাদের সহযোগিতা ছাড়া ডিম আমদানি করার সুযোগ নেই। আমার আশা, খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সবুজ সংকেত দিলেই ডিম আমদানির উদ্যোগ নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে ডিমের দাম কত হবে তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করে দিলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান চালিয়ে দাম নিয়ন্ত্রণ করা হবে। ডিমের বাজার হঠাৎ করে অস্থিতিশীল হওয়ায় ভোক্তা অধিকার রাতে-দিনে রাজধানীর বিভিন্ন আড়তে অভিযান চালাচ্ছে এবং জরিমানা করছে।’ 

চিনির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা ছাড়াও স্থানীয় বাজার থেকে চিনি ক্রয় করা হয়। কারণ, অনেক সময় চিনি দেশে এসে পৌঁছাতে দেরি হয়। আবার জাহাজ বন্দরে আসলে নানা জটিলতায় খালাসে সময় লাগে। এতে করে চাহিদার যোগান দিতে বেগ পেতে হয়। এ কারণে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজার থেকে চিনি ক্রয় করা হয়ে থাকে।’

ভারত থেকে কোটায় নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘চলতি মাসেই আমি ভারত সফরে যাবে। সেদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তখন এই ব্যাপারে একটি সিদ্ধান্ত জানাব।’