পররাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চেয়েছেন মার্কিন কংগ্রেসম্যানরা
বাংলাদেশ সফরে রয়েছে যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। আজ রোববার (১৩ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত এই দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফররতরা কী কী জানতে চেয়েছেন, বৈঠক শেষে তা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে কি না, মার্কিন কংগ্রেসের দুই সদস্য জানতে চেয়েছেন। এ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার পথ আছে কি না, সেটাও তারা জানতে চেয়েছেন। জবাবে আমি তাদের বলেছি, বিএনপির হচ্ছে, আগে সরকারের পদত্যাগ। বিএনপির এ দাবির বিষয়ে সমঝোতার কোনো স্কোপ নেই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই কংগ্রেস সদস্যদের কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ একটি ভয়ঙ্কর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এখানে অশান্তি আর অশান্তি। পুলিশ সব লোকজনকে ধরে মেরে ফেলছে। এই ধরনের একটি ধারণায় তাদের মনে ভয় আছে। তবে, এসব কোনোটিই সত্য নয়।’
নির্বাচনের প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘আমি কংগ্রেসম্যানদের জানিয়েছি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে আমাদের প্রধানমন্ত্রী ও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে সরকার, তবে সব দলের আন্তরিকতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও সহিংসতাহীন নির্বাচন আয়োজন সম্ভব নয়। বিরোধী দলের দাবি অনুযায়ী, সরকারের পতনের পর নির্বাচনের আয়োজন, এটা সম্ভব নয়।’ আমি তাদের (কংগ্রেসম্যান) এটাও বলেছি, ‘সংবিধানের বাইরে গিয়ে কোনো সংলাপের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে মানুষ তো ভোটই দেয় না। আমাদের এখানে অনেক মানুষ ভোট দেন। এসব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’