রাজধানীতে গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

Looks like you've blocked notifications!
ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ মঙ্গলবার সকালে সাঈদীর মৃত্যুতে জামায়াতের কর্মকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : ডিএমপির লাইভ থেকে নেওয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে করতে দেওয়া হবে না। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাঈদীর মৃত্যুতে জামায়াতের কর্মকাণ্ডের বিষয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আজকে জামায়াতের নেতাকর্মীরা যে তাণ্ডব করলো তারপর আগামীকাল গায়েবানা জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের পক্ষ থেকে দেওয়া হবে না।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান। তাঁর মরদেহ নিয়ে জামায়াত-শিবির সোমবার রাতে তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণ করেছে। গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে। সিনিয়র কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।’

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘ফজরের নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দখল করে নেয় জামায়াতের নেতাকর্মীরা। ফেসবুকে লাইভ দিলো সবাই এখানে চলে আসে। পরে আমাদের বাধ্য হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য সীমিত শক্তি প্রয়োগ করতে হয়।’