ঢাকায় স্বাধীনতা দিবস উদযাপন করল ভারতীয় হাইকমিশন

Looks like you've blocked notifications!
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য দেন। ছবি : ইউএনবি

ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে এ দিবস উদযাপন করা হয়।

হাইকমিশনের এ উদযাপন ভারতের স্বাধীনতার ৭৬ বছর পূর্তি উপলক্ষে এবং চলমান ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়।

হাইকমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় কমিউনিটির একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।