গোপালগঞ্জে জাতীয় শোক দিবসে ১০০ কোরআন খতম, দোয়া ও আলোচনা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকলের আত্মার শান্তি কামনায় গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচরে ১০০ কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিনের উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) দিনভর কোরআন খতম করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। রাতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হেসেন।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ। পরে ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।