ঢাকা মেডিকেল কলেজের হলে ছাত্রীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!

ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হলে জয়া কুণ্ডু (২৪) নামে এক মেডিকেলশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মো. বাচ্চু মিয়া জানান, কলেজের ডা. আলীম চৌধুরী হলের তিনতলায় ৪৫ নম্বর রুমে তিনি গলায় ফাঁস দেন।

শিক্ষার্থীর রুমমেট পৃথুলা রায় গণমাধ্যমে বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের (কে-৭৬) সেশনের শিক্ষার্থী ছিল জয়া। কলেজের ডা. আলীম চৌধুরী হলের তিনতলার ৪৫ নম্বর রুমে জয়া কুণ্ডু, লাবণী রায়সহ তিনজন থাকি।’

পৃথুলা আরও বলেন, ‘সকালে লাবণী বের হয়ে যায়। সকাল ১০টার সময় জয়াকে রুমে রেখে আমিও বের হই। সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারি জয়া রুমে গলায় ফাঁস দিয়েছে।’

পৃথুলা জানান, জয়া অনেকদিন যাবৎ ডিপ্রেশনে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় তাঁর কাউন্সেলিং হচ্ছিল। গতকালও তাঁর নতুন চিকিৎসক দ্বারা কাউন্সেলিং হয়।

এদিকে জয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সহপাঠী, শিক্ষার্থী ও কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক হাসপাতালের জরুরি বিভাগে আসেন। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।

বাচ্চু মিয়া আরও বলেন, বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। নিহতের বাড়ি খুলনা সদরে।