বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন : রাষ্ট্রদূত

Looks like you've blocked notifications!
রাজধানীর শেরেবাংলা নগরে আজ বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাত শেষে বক্তব্য দেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : এনটিভি

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তার দেশ (চীন) কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের নেতৃত্ব ঠিক করবে।

রাজধানীর শেরেবাংলা নগরে আজ বুধবার (১৬ আগস্ট) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাত শেষে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশ চীনের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চীন বেশি চিন্তিত নয়।

এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, পদ্মা সেতুর পর পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে চীন বিনিয়োগ করতে চায়। তারা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে।