‘ইমাম মাহমুদের কাফেলা’র ১৫ সদস্য রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকা সিএমএম আদালতের ফাইল ছবি

কথিত নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলার’ ১৫ সদস্যকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই) শাহজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। পরে, মিরপুর মডেল থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হাবিবুল্লাহ মাহমুদ বিন আব্দুল কাদের, সোহেল তানজিম রানা, রফিকুল ইসলাম ওরফে ইউনুস আলী, আল মামুন ইসলাম, আবির হোসেন, জুয়েল শেখ, আশিকুল ইসলাম, কোয়েল ওরফে জামিল, রাহাত মণ্ডল, তানভির রানা, ইবতেজা হাসনাত লাবীব, সাদমান আরেফিন ফাহিম, আরিফুল ইসলাম, সোলায়মান মিয়া ও মেহেদী হাসান মুন্না।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, গত ১২ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের কুলাউড়া থানার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় ‘অপারেশন হিলসাইড’ পরিচালনা করে একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১০ জনকে গ্রেপ্তার করে সিটিটিসি। কথিত ইমাম মাহমুদের এক অনুসারী জামিল ওই গ্রামে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের জন্য ৫০ শতাংশ জমি কিনেছিলেন। পরে, সেখানে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়। সেখান থেকে গ্রেপ্তার হওয়া ১০ জন সশস্ত্র জিহাদে অংশগ্রহণ এবং প্রস্তুতির জন্য গৃহত্যাগ করে। দুর্গম পাহাড় থেকে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে আজ রিমান্ডে যাওয়া ১৫ জনকে গ্রেপ্তার করে সিটিটিসি।