কোটি টাকার সিগারেট লুট, গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় লুণ্ঠিত সিগারেটসহ বহনকারী ট্রাক এবং এই তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। ছবি : এনটিভি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় একটি সিগারেট কোম্পানির অফিসে ঢুকে ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া বেশির ভাগ সিগারেট ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। লুট হওয়া সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি তিন লাখ ১৪ হাজার ৩১৭ টাকা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছৈলাবুনিয়া গ্রামের ইয়াকুব মৃধা (৪০)। বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর টিয়াখালি গ্রামের মো. মুছা (১৯) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগীর বাদুরা গ্রামের রুবেল ঢালী (২৭)।

পুলিশ কমিশনার বলেন, গত শনিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে এই সিগারেট লুটের ঘটনা ঘটে। ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল এয়ারপোর্ট থানা এলাকার জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে ঢুকে লিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে বেঁধে ফেলে। পরে তারা ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ মো. শফিকুল কাদের বাদী হয়ে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন থানা পুলিশের সহায়তায় লুণ্ঠিত বেশির ভাগ সিগারেটসহ বহনকারী ট্রাক এবং তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

পুলিশ কমিশনার আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ওই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করে। এ ছাড়া ডাকাত ইয়াকুব মৃধার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ও মুছার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।