এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন সেই ডাক্তার

Looks like you've blocked notifications!
ধানমণ্ডি থানা। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামান এবার হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ধানমণ্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

শাহজাহান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনেই এ মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে আদলে যে নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে, সে আইন নিয়ে এখনও গেজেট প্রকাশ করা হয়নি। ফলে, পূর্বের ডিজিটাল নিরাপত্তা আইনেই মামলাটি গ্রহণ করা হয়েছে।’

শাহজাহান বলেন, ‘র‍্যাব ও ডিএমপি মিলে যে দুজনকে গ্রেপ্তার করেছে, তাদের নামে এ মামলা করা হয়েছে। মামলায় তাফসীরুল ইসলাম (২৩) ও হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) আসামি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মামলার দুই আসামিকে র‍্যাব ও সিটিটিসি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের আদালতে পাঠিয়ে দিয়েছি।’

হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে মারা যান মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। এসময় সাঈদীর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ডা. মোস্তফা জামান। সাঈদীর মৃত্যুর পর মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এরপর ১৫ আগস্ট মধ্যরাতে ধানমন্ডি মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই চিকিৎসক। এরই পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ থেকে তফসিরুল ইসলামকে আটক করে র‍্যাব। এরপর ঢাকার উত্তরা থেকে হাফিজা মাহবুবা বৃষ্টিকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।