খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টন লোকারণ্য

Looks like you've blocked notifications!
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ শনিবার দুপুর থেকে নয়াপল্টন লোকারণ্য। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে পদযাত্রায় যোগ দিচ্ছেন দলের নেতাকর্মীরা। আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরের আগেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সময় বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে যায় নয়াপল্টন এলাকা।

তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসছেন এবং খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিকেল তিনটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন নেতারা। পদযাত্রা কাকরাইল মোড় ও শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। একই দাবিতে আজ সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পদযাত্রা করছে বিএনপি।

পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

গত ১০ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।