রাজধানীর সাত এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

Looks like you've blocked notifications!
গ্যাসের চুলার ফাইল ছবি এনটিভি

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সাত এলাকায় প্রায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো– তালতলা, গোড়ান, সিপাহিবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী ও নন্দিপাড়ার উত্তরাংশ।

আজ বুধবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি রাজধানী ঢাকা ও এর আশেপাশের জেলায় গ্যাস বিতরণ করে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লেখিত এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।