শেরপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁওয়ে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজে সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিনসহ পুলিশ কর্মকর্তারা। ছবি : এনটিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে একটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের নির্মাণাধীন অংশ থেকে লিটন (৩০) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ আগস্ট) সকালে নির্মাণাধীন সম্প্রসারিত অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক লিটন দিনাজপুর জেলার বীরগঞ্জ মাগরাই গ্রামের অধিবাসী। তিনি এখানে কাজ করতে এসেছিলেন।

নালিতাবাড়ীর রানীগাঁওয়ের সেতু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের অটোরাইস মিলের পাশের অংশে সম্প্রসারণের কাজ চলছিল। এই সম্প্রসারণকাজের চুক্তি নেন দিনাজপুর জেলার উসমান নামে এক লোক। তিনি তাঁর এলাকা থেকে লিটনসহ অন্যান্য লোকজন এনে কাজ শুরু করেন। লিটন গতকাল সন্ধ্যায় তাঁর প্রতিদিনের কাজ শেষ করেন। তাঁর সঙ্গের অন্য শ্রমিকরা ভাড়া বাড়িতে ফিরলেও লিটন রাতে বাড়িতে ফিরেননি। আজ সকালে তাঁর মরদেহ পাওয়া যায় নির্মাণাধীন ভবনে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন। তিনি জানান, পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। এ ছাড়া সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য লিটনের সঙ্গী পাঁচ শ্রমিককে থানায় আনা হয়েছে।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।