রাজশাহীতে মা-ছেলে খুন

Looks like you've blocked notifications!
রাজশাহীর তানোরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে নিহত স্ত্রী নিপা খাতুন ও শিশু সন্তান নুর। ছবি : এনটিভি

রাজশাহীর তানোরে মা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুণ্ডুমালা পৌরসভার পাঁচন্দর মহল্লায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। অভিযোগ বলছে, শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও সাত বছরের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছেন আলিউল (৩০)। 

নিপা খাতুন (২৬) ও তার সাত বছরের ছেলে নুরকে হত্যার পর পালানোর সময় ঘাতক আলিউলকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আলিউল পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, আলিউল মাদকাসক্ত ছিলেন। এক বছর আগে নিপা স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। তখন থেকে তিনি ছেলেসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। আজ শনিবার বিকেলে ছেলেকে দেখার নাম করে আলিউল শ্বশুর আব্দুর রহিমের বাড়িতে যান। তখন বাড়িতে অন্য কেউ ছিল না। ফাঁকা বাড়িতে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করে আলিউল। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আলিউল পালানোর চেষ্টা করে। স্থানীয়রা গিয়ে দেখে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা গেছে। তারা আলিউলকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ গিয়ে দুটি লাশ উদ্ধার ও আলিউলকে আটক করে থানায় নিয়ে যায়।

আব্দুর রহিম আরও জানান, আগামীকাল রোববার মৃতদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।