ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ

Looks like you've blocked notifications!
নিহত জাকির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জাকির হোসেন (৪৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে জাকির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জাকির হোসেনের বাড়ির পাশের ৫৭ শতক জায়গার মালিকানা নিয়ে তার ছোট ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাকির হোসেনকে তার ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেন পেটে ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে এসে তার ছেলে আলামিন ছুরিকাঘাতে আহত হন। 

পরে পরিবারের অন্যান্য সদস্যরা জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত আলামিন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘ঘটনার পর ছোট দুই ভাই পালিয়ে গেছে। তাদেরকে আটক করতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’