পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি কোম্পানিটির অবসায়নের আবেদন শুনানির জন্য মঞ্জুর করেছেন আদালত। সুনামগঞ্জের ১৩ ক্ষতিগ্রস্ত গ্রাহকের করা এক আবেদনের শুনানি করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারপতি মো. খিজির আহম্মেদ চৌধুরীর আদালত আজ রোববার (২৭ আগস্ট) এই আদেশ দিয়েছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ূম লিটন। এই আইনজীবী বলেন, ‘হাইকোর্ট অবসায়নের আবেদন শুনানির জন্য মঞ্জুর করে আদেশ দিয়েছেন। একইসঙ্গে কোম্পানিটির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টে তিন কোটির মতো টাকা রয়েছে।’
ব্যারিস্টার আব্দুল কাইয়ূম লিটন বলেন, ‘আবেদনকারী ১৩ গ্রাহক ইন্স্যুরেন্স কোম্পানিটির কাছ থেকে ২০০৮ সালে পলিসি গ্রহণ করেন। এরপর পলিসিগুলো ২০২০ সালে ম্যাচিউর হয়। কিন্তু, পলিসিগুলোর বিপরীতে পাওনা টাকা বিগত তিন বছর যাবত পরিশোধ করছে না কোম্পানিটি। এ জন্য তারা হাইকোর্টে আবেদন করেন।’
আবেদনকারীরা হলেন- সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের সোহরাব আলী, জহুর আলী, শামসুন্নাহার, ফাতেমা বেগম, মোকাদ্দুস আলী, আব্দুল হালিম, আবু হানিফা জসিম, রোকেয়া বেগম, ফয়জুল ইসলাম, জাহেদা বেগম, বুরহানউদ্দিন বিরাম, তোয়াহিদ আলী ও রাবেয়া বেগম।
আবেদনে বিবাদী করা হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রার, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে।