অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই শুরু হয় জঙ্গি নাটক : রিজভী

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটিতে বিএনপির কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গায়ে জ্বর আসে। তাই তিনি এখন জঙ্গি নাটক করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটিতে বিএনপির এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এখন ভয় ও আতংকের মধ্যে আছেন। তাই জঙ্গিবাদের নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।

ভিসা নীতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগনেতারা এখন চিকিৎসার উদ্দেশে বিদেশে যাওয়া বিএনপির অসুস্থ নেতাদের নামেও মিথ্যাচার এবং অপপ্রচার করছেন। ফলে মিথ্যাচার করতে করতে ওবায়দুল কাদের সাহেব এখন জনগণের কাছে সার্কাসের জোকারে পরিণত হয়েছেন। 

এর আগে রুহুল কবর রজভী গত ২৯ জুলাই সিদ্ধিরগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ও চোখে আঘাতপ্রাপ্ত ফতুল্লা থানা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম টিটুর সঙ্গে দেখা করেন। তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।