ডিজিটাল নিরাপত্তা আইনে চলবে আগের মামলা

Looks like you've blocked notifications!

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পরিবর্তন করে তার জায়গায় সাইবার নিরাপত্তা আইন করার খসড়া প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন করার সিদ্ধান্ত নিলেও এই আইনে চলমান মামলাগুলো বাতিল হবে না। মামলাগুলোর বিচার আগের আইনেই চলবে। আগের আইনে মামলাগুলো চলার জন্য নতুনটিতে একটি ধারা যুক্ত করা হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। আগের আইনের চারটি ধারা ছাড়া অবশিষ্ট ধারাগুলোর আওতায় করা অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নতুন আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত আগের আইনের যেসব কার্যক্রম ছিল, ওই আইনে সেগুলো নিষ্পন্ন হবে।’

মো. মাহবুব হোসেন বলেন, ‘আইনের রহিতকরণ একটা ধারা থাকে। সেখানে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর অধীনে অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এবং অনুরূপ মামলায় প্রদত্ত আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে এমনভাবে পরিচালিত ও নিষ্পত্তি হবে, যেন ওই আইন রহিত হয়নি। ওই অংশটুকু আগের আইনেই চলবে সেটিই বলা হচ্ছে।’

এর আগে গত ৭ আগস্ট মন্ত্রিসভার আরেক বৈঠকে প্রস্তাবিত আইনটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে মোট ধারা ৬০টি। এটি আগামী সেপ্টেম্বরে সংসদে বিল আকারে পাসের জন্য উত্থাপন করা হতে পারে।

নতুন এই আইনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধ করার জন্য এই আইনের নাম পরিবর্তন করা হয়েছে। সাংবাদিকদের একটা কথা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকলে একটা মানসিক চাপের মধ্যে থাকতে হয়। সেটাকেও আমরা ধর্তব্যের মধ্যে নিয়েছি এবং সেই কারণে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে যেসব ধারায় পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ২১ ধারা।’