ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে এই দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৩০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে তাঁদের। অনাদায়ে আরও সাত দিন করে জেল।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুই মাদকসেবী হলেন ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর রেলগেইট সংলগ্ন এলাকার শিপন মিয়া (২৩) ও চণ্ডীবের দক্ষিণপাড়া এলাকার পলাশ মিয়া (২২)।

পুলিশ জানায়, দণ্ডাদেশপ্রাপ্ত মাদকসেবীরা মাদক সেবন করে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের এমন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলমের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. ছায়েদুল ইসলাম তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। এরপর আজ দুপুরে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড ও ৩০০ টাকা করে জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরও সাত দিনের জেল দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, আটক মাদকসেবীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাস করে কারাদণ্ড, সঙ্গে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের দণ্ডাদেশ দিয়ে জেলে পাঠানো হয়েছে।